‘গার্ডিয়ান’ পত্রিকায় শেখ হাসিনার নিবন্ধ ॥ ঘূর্ণিঝড় আম্পান ও করোনা মোকাবেলায় চ্যালেঞ্জ তুলে ধরা হলো

8

কাজিরবাজার ডেস্ক :
করোনা ভাইরাসের মহামারীর মধ্যে গত মাসে বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। এমন চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেছে বাংলাদেশ সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নিবন্ধ প্রকাশ করেছে বিখ্যাত ইংরেজী দৈনিক দ্য গার্ডিয়ান। ২৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার পাশাপাশি কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে সেটিও উঠেছে প্রধানমন্ত্রীর লেখায়।
মে মাসে যখন ভারত মহাসাগরে সুপার সাইক্লোন আমফান সৃষ্টি হচ্ছিল, নষ্ট করার মতো কোন সময়ই বাংলাদেশের হাতে ছিল না। আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, বিধ্বংসী এ ঘূর্ণিঝড় বাংলাদেশের ওপর ব্যাপক আঘাত হানবে। এমনিতেই দেশে করোনা সংক্রমণ চলছে, এ সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করা জরুরী। ওদিকে আমাদের আশ্রয়কেন্দ্রগুলো সামাজিক দূরত্বের কথা বিবেচনায় রেখে বানানো নয়। ফলে দেশ এক কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ে। কীভাবে ২৪ লাখ মানুষকে আসন্ন ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচাতে নিরাপদে সরিয়ে নেয়া যায়। আবার এটাও খেয়াল রাখতে হবে, তারা যেন ঘূর্ণিঝড় থেকে বাঁচতে গিয়ে আরেক বড় বিপদ করোনার কবলে না পড়ে। মানুষ এমনিতেই নিজেদের ঘরবাড়ি অনিরাপদ অবস্থায় রেখে আশ্রয়কেন্দ্র বা কোথাও সরে যেতে চায় না। এবার করোনা সংক্রমণের মধ্যে এ পরিস্থিতি ছিল আরও জটিল। করোনা আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছাড়তে চাইছিল না।
সার্বিক পরিস্থিতিতে যাতে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যায়, এ লক্ষ্যে মাত্র কয়েকদিনের মধ্যে আগেকার ৪ হাজার ১৭১ আশ্রয়কেন্দ্রের বাইরে আরও ১০ হাজার ৫০০ বাড়তি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করি আমরা। উপকূলীয় অঞ্চলগুলোতে নামানো হয় ৭০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী। বিতরণ করা হয় পর্যাপ্ত মাস্ক, পানি, সাবান ও স্যানিটাইজার। বিদেশী ক্রয়াদেশ বাতিল হওয়ায় ভুক্তভোগী গার্মেন্টস কারখানাগুলো নেমে পড়ে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট তৈরির কাজে।
যথাযথ সময়ে পূর্বসতর্কতা ও প্রাকৃতিক দুর্যোগে মানুষকে নিরাপদ রাখা এবং দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুন:নির্মাণ ও পুনরায় মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা। এর মাধ্যমেই এই করোনাকালীনও সুপার সাইক্লোন আমফানকে সাফল্যের সঙ্গে মোকাবেলা করে বাংলাদেশ। আর এতে বেঁচে যায় হাজার হাজার মানুষের জীবন। বুধবার দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি লেখায় এভাবেই করোনা পরিস্থিতিতে সুপার সাইক্লোন আমফান মোকাবেলার অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সব সময় নিজেদের প্রস্তুতি ও অভিজ্ঞতা অন্যদের জানাতে আগ্রহী বলে জানান শেখ হাসিনা। ওই প্রতিবেদনে জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বদ্বীপ বাংলাদেশের দীর্ঘমেয়াদী নানান পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।