মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজারে।
এ পর্যন্ত জেলায় মৃত্যু বরণ করেছেন ১৩ জন। দিন যতো বাড়ছে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।
সর্বশেষ মঙ্গলবার মৌলভীবাজার জেলার আরও ৯ জনের করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে। ফলে গত চার মাসে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল এক হাজারের কোটায়।
এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
তিনি জানান, জেলায় মোট শনাক্ত ১০০০ জনের মধ্যে সদরে ৪১৯ (২৫০ শয্যা হাসপাতালসহ) জন, রাজনগরে ৭২ জন, কুলাউড়ায় ১৪০ জন, বড়লেখায় ৭৮ জন, কমলগঞ্জে ৯৭ জন, শ্রীমঙ্গলে ১০৩ জন, জুড়ীতে ৯১ জন রয়েছেন।
তবে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠছেন ৫৮৩ জন।