বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল ১০ জানুয়ারি শীতার্ত মানুষের সাহায্যে ত্রাণ সংগ্রহ অভিযান পরিচালিত হয়। আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বাসদ নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে পথচারী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষের কাছ থেকে ত্রাণ হিসেবে নগদ অর্থ সংগ্রহ করেন। ত্রাণ সংগ্রহে নেতৃত্ব দেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ছাত্র ফ্রন্ট মহানগরের সভাপতি পাপ্পু চন্দ, সঞ্জয় শর্ম্মা, তাহমিনা আহমেদ, অমৃত রায়, হামিদুল ইসলাম হিমু প্রমুখ।
ত্রাণ সংগ্রহে নেতৃবৃন্দ বলেন, প্রলয়ঙ্কারী বন্যায় রেশ কাটিয়ে উঠতে না উঠতেই দেশের মানুষ সর্বনিম্ন তাপমাত্রায় কাবু। অনেক পূর্ব থেকে আবহাওয়াবিদরা শৈত প্রবাহের ঘোষণা দিয়ে আসলেও সরকার শীতার্তদের রক্ষায় কোন কার্যকর পদক্ষেপ নেয় নি। ফলে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশী কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। নেতৃবৃন্দ শীতার্তদের রক্ষায় সরকারকে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি