নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে এসে জাতির জনক প্রমাণ করেছিলেন তাকে দন্ড দেবার সাহস পাকিস্তানী শাসকদের ছিল না। বক্তারা বলেন পাকিস্তানের কারাগারে আটক থেকেও বঙ্গবন্ধু যেভাবে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন তা বিশ্বে বিরল। তারা বলেন পাকিস্তান সরকার সাহস করেনি জাতির জনকের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে। তাই দেশীয় ও আন্তর্জাতিক চাপে তারা বাধ্য হয়েছিল জাতির জনককে মুক্তি দিতে। ১০ জানুয়ারি বাঙালি জাতি তাদের নেতাকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়েছিল। বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন পাকিস্তানী শাসকরা যে নেতাকে দন্ড দেবার সাহস পায়নি সেই নেতাকে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য হত্যার মাধ্যমে এদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে কলংকিত করেছিল।
জেলা আওয়ামী লীগ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি আশফাক আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, অধ্যক্ষ সুজাত আলী রফিক, হুমায়ূন ইসলাম কামাল, মোস্তাক আহমদ পলাশ, এ আর সেলিম, অধ্যক্ষ শামসুল ইসলাম, রুবি ফাতেমা, মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, মিসেস হেলেন আহমেদ, এ জেড রওশন জেবিন রুবা, সাজেদা পারভীন, ডা. নাজরা চৌধুরী হাসিনা আক্তার, সালমা বেগম প্রমুখ।
মহানগর আওয়ামী লীগ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি কয়েছ গাজী, আব্দুল খালিক, সিরাজ উদ্দিন, এডভোকেট রাজ উদ্দিন রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পুতুল, এটিএম হাসান জেবুল, আজহার উদ্দিন জাহাঙ্গির, এডভোকেট শামসুল ইসলাম, দিবাকর ধর রাম, বেলাল খান, বদরুল ইসলাম প্রমুখ।
মহানগর যুবলীগ : ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম, আনিছুজ্ঝামান আনিছ, বেলাল খান, আনিসুর রহমান তিতাস, লাহিন আহমদ, ইমামুর রহমান লিটন, হোসেন আহমদ বাবু, শাকারিয়া হোসেন শাকির, বাপ্পী দাস,রুপম আহমদ, আব্দুল কাদির ইমন, ইসলাহ উদ্দিন বাবলু, আহমেদ মিতুল, জামাল আহমদ, অনুজ তালুকদার, ফয়সল তপাদার।
মুক্তিযোদ্ধা, সন্তান কমান্ড ও যুব কমান্ড সিলেট জেলা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার এক আলোচনা সভা বুধবার দুপুর সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জবরুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালিক, জেলা প্রচার কমান্ডার হাজী সাইফুল ইসলাম, মহানগর ডেপুটি কমান্ডার মনাফ খান, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া, সন্তান কমান্ডের সহ সভাপতি সারওয়ার আহমদ চৌধুরী, যুব কমান্ডের সভাপতি শাহীন আহমদ চৌধুরী নয়ন, সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাজু, সম্পাদক শাব্বির আহমদ, সদস্য মোফাজ্জেল আহমদ, শামীম আহমদ, রিংকু চক্রবর্তী, নাসির উদ্দিন, আলজুর আহমদ প্রমুখ।
এর আগে সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি