ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগে ॥ চার কর্মকর্তা বরখাস্ত, ৩৬ জনকে শোকজ

10

কাজিরবাজার ডেস্ক :
ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এক নির্বাহী প্রকৌশলীসহ চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরও ৩৬ জন প্রকৌশলীকে শোকজ করা হয়েছে। তাদেরকে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
শনিবার ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাময়িক বরখাস্তদের মধ্যে আদাবর জোনের নির্বাহী প্রকৌশলী, একজন উপবিভাগীয় প্রকৌশলী, একজন সহকারী প্রকৌশলী এবং একজন ডাটা এন্ট্রি কো-অর্ডিনেটর রয়েছেন বলে জানা গেছে।
গত কয়েক মাস ধরে বিদ্যুৎ গ্রাহকরা অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসার অভিযোগ করে আসছেন। এমন অভিযোগের ভিত্তিতে গত ২৫ জুন দুটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। সাত দিন সময় দিয়ে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।
গত ২ জুলাই প্রতিবেদন জমা দেয়ার সময় শেষে দেখা যায় ভুতুড়ে বিদ্যুৎ বিলের সবচেয়ে বেশি অভিযোগ ডিপিডিসির বিরুদ্ধে।
ডিপিডিসি এই ঘটনা তদন্তে নির্বাহী পরিচালককে (আইসিটি) প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে। শুক্রবার রাতে এই কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সিদ্ধান্তগুলো নেয় ডিপিডিসি কর্তৃপক্ষ।