জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
জামালগঞ্জে হালির হাওরের উত্তর লক্ষ্মীপুর ক্লোজার ও হোসেনপুর হতে রাতলার স্লুইস গেইট হয়ে নেতুয়ার কাড়ার দিকে আপর বাঁধের কাজ শুরু হয়েছে।
বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের কাজ উদ্বোধন করেন কাবিটা স্কীম বাস্তবায়ন প্রকল্পের তদারকি ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরান।
হাওর রক্ষা বাঁধের কাজ উদ্বোধন কালে উপজেলা হাওর রক্ষা বাঁধ তদারকি, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও পানি উন্নয়ন বোর্ডের জামালগঞ্জের দায়িত্বরত শাখা কর্মকর্তা নিহার রঞ্জন দাস, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও প্রকল্প সভাপতি রজব আলী, সাবেক ইউপি সদস্য আ: বারিক, আ’লীগ নেতা ভজন তালুকদার, গণমাধ্যম কর্মী অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল আহাদ, আকবর হোসেন, হাবিবুর রহমান, আখতারুজ্জামান তালুকদার, জিয়াউর রহমান, পিআইসি কমিটির সদস্য সচিব জামাল হোসেন, আশরাফুল ইসলাম, মরম আলী, অলেক মিয়া, দারোগ আলী, ইউপি সদস্য মোজাফর হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আব্দুল মতলিব, আবু হানিফা, আ: মনাফ, দেলোয়ার হোসেন, করম আলী প্রমুখ।