সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক বলেছেন, পরিবহন শ্রমিকরা চতুর্থ শ্রেণীর কর্মকর্তা। তাদের কষ্টার্জিত পরিশ্রমের অর্থে দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রয়েছে। শ্রমিকরাই এ দেশের গুরুত্বপূর্ণ বড় সম্পদ। তাদেরকে যানবাহন চলাচলের সময় যথাযথ মর্যাদা দেয়া প্রয়োজন। পরিবহন শ্রমিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি বলেন, এই সংগঠনের অতীতের অনেক সুনাম রয়েছে। সেই সুনামকে ধরে রাখতে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সহ সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি মঙ্গলবার বিকেলে মোগলাবাজারস্থ সংগঠনের কার্যালয়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১৪১৮ এর অন্তর্ভুক্ত মোগলাবাজার মাইক্রোবাস শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোগলাবাজার মাইক্রোবাস শাখার সভাপতি মোঃ ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সম্পাদক মোঃ রুহুল আমিন রুয়েল এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ সামছুল হক মানিক, মোগলাবাজার মাইক্রোবাস শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আনা মিয়া, সাবেক সহ সভাপতি শাহ আব্দুল মুকিত, সমজসেবী ময়নুল ইসলাম মঞ্জু, আশিক আহমদ, ইসলাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী পাবলু আহমদ। বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাবেক সদস্য শামীম আহমদ, মোগলাবাজার শাখার সাবেক সম্পাদক কামাল হোসেন ভুট্টু, সাবেক সদস্য আব্দুল কাইয়ুম, হাসান আহমদ, খায়রুল ইসলাম সেলিম, আমিন আহমদ, সাধারণ সদস্য খালেদ আহমদ। উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ রিপন আহমদ, সহ সম্পাদক মোঃ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ কামিল আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল কাদির, সদস্য ফরমুজ আলী প্রমুখ। এছাড়াও সংগঠনের সকল শ্রমিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি