পানসী নাও

56

মজনু মিয়া

মন মাঝি রে মনের সুখে গাও রে এবার গাও
ঐ যে দূরে চলো যাবো ভাসিয়ে পানসী নাও।

রঙবাহারী সাজছে দেখে ভরে গেছে মন
ভালোবাসার পরশ পেতে উজাটন এই ক্ষণ।

ঝিরঝির হাওয়া পাল তুলেছো চোখ জুরিয়ে যায়
আহা! আমার পরাণ পাখি তারে পেতে চায়।

হাল ধরে যে ধরছো গলায় মিষ্টি সুরের গান
শোনে আমার ভরে যায় যে হৃদয় মনোপ্রাণ।

পানসী নায়ে চড়িয়ে আমার নানা বাড়ি যাও
সেথায় আছে তমাল হিজল তার ছায়া তো পাও।

পাশে আছে বাঁকা নদী চলে নানান নাও
তুমিও মাঝি মিষ্টি কন্ঠে একখানা গান গাও।