কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে কেমুসাস সাহিত্য সম্মেলন সফলে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে। সাহিত্য সংসদের সাহিত্য সম্মেলন সফলের লক্ষ্যে আয়োজিত লেখক র্যালি শেষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি ও সাহিত্য সম্মেলন উপ-কমিটির আহবায়ক আ ন ম শফিকুল হক এ আহবান জানান। সাহিত্য সংসদ প্রাঙ্গনে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, সংসদের উদ্যোগে প্রতিষ্ঠালগ্ন থেকে নিয়মিতভাবে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারের সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাাহিত্য সংসদের সহ-সভাপতি সেলিম আউয়ালের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গতকাল বিকাল চারটায় সাহিত্য সংসদ প্রাঙ্গণ থেকে র্যালিটি চৌহাট্টা পয়েন্ট প্রদক্ষিণ করে প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সংসদের সহ সভাপতি সেলিম আউয়ালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেমুসাস সাহিত্য সম্মেলন ২০১৮ এর আহবায়ক সংসদের সহ সভাপতি মুহম্মদ বশিরুদ্দিন, সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংসদের সহসাধারণ সম্পাদক সৈয়দ মবনু, কোষাধ্যক্ষ এডভোকেট আব্দুস সাদেক লিপন, কার্যকরী কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তাহের, রুহুল ফারুক, জাহেদুর রহমান চৌধুরী, সিলেট এম সি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আলী ইদ্রিস, সংসদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামান মাহবুব, মোহাম্মদ আব্দুল হক, এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, অধ্যাপক বাছিত ইবনে হাবীব, মাহবুব মুহম্মদ, সালেহ আহমদ, ইমরান ইমন, মো: জাফর ইকবাল, হেলাল হামাম, সুফিয়ান আহমদ, মো: মাহফুজুর রহমান, ফিদা হাসান, বাশিরুল আমিন, মিনহাজ ফয়সল, মোঃ শফিকুর রহমান শফিক ও চন্দ্র শেখর দেব প্রমুখ। আলোচনা সভায় সিলেটের প্রখ্যাত চিকিৎসক ডা. এম এ রকিবের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
উল্লেখ্য, এবারের সাহিত্য সম্মেলন সাহিত্যিক, বহুভাষাবিদ, ভাষা সৈনিক সৈয়দ মুজতবা আলীকে নিবেদিত করা হয়েছে। বিজ্ঞপ্তি