গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
অপহরণের ৫ দিন পর গোলাপগঞ্জের তানিমকে ছাতকের গোবিনগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় হেলাল ও মইনুল ইসলাম নামে দুই অপহরণকারীকে আটক করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মঞ্জুরুল এএসআই জাকির হোসেন সিবিলে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আমিন ফিলিং ষ্টেশন এলাকা থেকে অপহরণকারী হেলাল ও মইনুল সহ অপহৃত যুবক তানিম আহমদকে উদ্ধার করা হয়। অপহৃত তানিম আহমদ গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউপির ফুলসাইন্দ গ্রামের এনাম আহমদের পুত্র। অপহরণকারীরা হলো সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সাধারাই গ্রামের রহমত আলীর পুত্র হেলাল আহমদ (২৩) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাবিলাবাই গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র মইনুল ইসলাম (২২)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরো বলেন এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এ সময় পুলিশ কে ধন্যবাদ জানিয়ে অপহৃতের বড় ভাই আমিনুল ইসলাম তুষার জানায় কাজের ছেলে সেজে অপহরণকারী হেলালের ভাই তাদের বাড়ীতে কাজ নেয়। কাজ নেওয়ার পর ৩০ ডিসেম্বর মঙ্গলবার এশার নামাজের পর তানিমকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা পরিবারের কাছে দাবি করে। ঐ দিনই পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী ( নং-১৪০৫/ ৩০-১২-১৭) করেন।