হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে পরিত্যক্ত খোয়াই নদীতে মাটি ভরাটের চেষ্টা করেছে কতিপয় লোক। মঙ্গলবার দুপুরে তারা হরিপুর এলাকায় নদীতে মাটি ভরাট শুরু করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাট কাজ বন্ধ করে দেয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার কতিপয় লোক মাটি ভরাট করে নদী দখলের চেষ্টা চালায়। খুব দ্রুত তারা কিছু মাটি ভরাটও করে নেয়। এ সময় তারা বাঁশ, টিন দিয়ে ঘর নির্মাণেরও চেষ্টা করে। এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে উপজেলা ভূমি অফিসের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ দিকে তাদের যাওয়ার খবর পেয়ে মাটি ভরাটে জড়িতরা পালিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম জানান, সব ধরণের নদী, খাল, বিল, জলাশয় ভরাটের বিষয়ে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিত্যাক্ত খোয়াই নদীর দখলদারদের তালিকা করা হচ্ছে। এরপরই উচ্ছেদ করা হবে। নদী সংরক্ষণে সব ব্যবস্থা নেয়া হবে।