কাজির বাজার ডেস্ক
জার্মানিতে আশ্রয়প্রার্থীরা যেন দ্রæত সেখানে কাজ করার অনুমতি পায়, এজন্য নতুন একটি খসড়া আইন পাস করল দেশটির সরকার। বুধবার আইনটি পাস হয়েছে বলে খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। বার্লিনে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন, নতুন এই খসড়া আইনের মাধ্যমে শ্রমবাজারে প্রবেশের শর্ত আরো সহজ করা হয়েছে।
তিনি বলেন, আমরা এরই মধে জার্মানিতে বসবাসকারীদের পেশাদার সম্ভাবনা ও যোগ্যতার সর্বোত্তম সম্ভাব্য ব্যবহার করতে চাই। আর এটি করতে যত দ্রæত সম্ভব তাদের কাজে লাগাতে হবে। ফেসার জানান নতুন ব্যবস্থাগুলো শুধু সেসব আশ্রয়প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে যাদের সত্যিই জার্মানিতে সুরক্ষা প্রয়োজন। আর যারা নিরাপদ দেশ থেকে এসেছেন, যাদের আশ্রয়ের আবেদন ভিত্তিহীন বা যাদের পরিচয় স্পষ্ট নয়, তাদের কাজ করার অনুমতি দেয়া হবে না।
জার্মানির প্রচলিত আইনে আশ্রয়প্রার্থীদের দেশে চাকরির আবেদন করার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ রয়েছে। নতুন প্রবিধান অনুযায়ী আশ্রয়প্রার্থীরা তাদের নির্দিষ্ট পরিস্থিতির ওপর নির্ভর করে দ্রæততম সময়ে তিন মাস এবং সর্বোচ্চ ছয় মাস পর চাকরি নিতে পারবে। আশ্রয়প্রার্থীদের মধ্যে যাদের জার্মানিতে একটি স্থিতিশীল অবস্থা আছে, তাদেরও ওয়ার্ক পারমিট দেয়া হবে।
বর্তমানে ২ লাখেরও বেশি আশ্রয়প্রার্থীকে জার্মানিতে অস্থায়ীভাবে থাকার অনুমতি দেয়া হয়েছে কারণ তাদের আবেদন গৃহীত হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুত্রগুলো জানায়, নতুন প্রবিধানটি শরণার্থীদের ক্রমবর্ধমান সংখ্যার কারণে সৃষ্টি হওয়া অর্থনৈতিক বোঝাও কমাবে।