উৎসব মুখর পরিবেশে গোলাপগঞ্জে বই বিতরণ

50

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
উৎসব মুখর পরিবেশে বছরের প্রথম দিনে গোলাপগঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিরতণ করা হয়েছে। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলে বই বিতরণ উৎসব। সকাল থেকেই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছিল এক উৎসবের আমেজ। নতুন বই হাতে পাওয়ার পর উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টায় গোলাপগঞ্জ এম সি একাডেমী স্কুল এন্ড কলেজে বই বিতরণ অনুষ্ঠিত হয়। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনছুর আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য মশিকুর রহমানসহ প্রতিষ্ঠানের সদস্যরা। দুপুর ১২টায় উপজেলার কোয়ালীটি স্কুল ও দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সভাপতিত্ব করেন স্বুল ম্যানেজিং কমিটির সভাপতি ওয়েছুর রহমান ওয়েছ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর সভাপতি রুহিন আহমদ খান, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, শিক্ষিকা শরীফা বেগম, নাজমা বেগম, ইয়াসমিন বেগম সাথী, সেলিনা বেগম ও নার্গিস ফাতিমা। সকালে উপজেলা কোয়ালিটি সকউলে বই উৎসব উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন জানুয়ারীর প্রথম দিনে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের মাঝে একসঙ্গে বই দিতে পেরে জাতি হিসেবে আমরা গৌরাবান্বিত। এটি পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। ২০৪১ সালে উন্নত দেশের নাগরিক হবে আজকের শিশুরা। তাই সমসাময়িক জ্ঞান অর্জন করে আমাদের নতুন প্রজন্মকে চ্যালেঞ্জিং বিশ্বে এগিয়ে যেতে হবে। একজন অভিভাবকের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে সন্তানের সাফল্য। আমদের শিশুরা এখন যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা অর্জন করেছে। সকাল ১১টায় ঢাকাদক্ষিণ বহমুখী স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসবে এসব কথা বলেন। বিদ্যালয়ের অধ্যক্ষ রেজাউল আমিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কাজল কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পারভেজ তালুকদার, সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র, গভর্ণিং বডির সদস্য সেলিম আহমদ, গোলাম মোস্তফা খান ও মোঃ আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সদস্য খছরুল ইসলাম খছরু, আবুল হোসেন, ইউপি সদস্য রেজাউল করিম রাজু প্রমুখ। এর পর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়, দত্তরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বরায়া উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসবে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন। তাছাড়া ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলে সকাল ১১টায় বই উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এদিকে ঢাকাদক্ষিণ ইউপির আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হুমায়ুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার লৎফুর রহমান, বিশেষ অতিথি ইউপি সদস্য আমান উদ্দিন প্রমুখ। এদিকে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের কে.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টায় বই বিতরণ উৎসবে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি মেহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ইনচার্জ মোহাম্মদ আব্দুল কুদ্দুছের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য দুলু আহমদ, শিক্ষানুরাগী সদস্য বিলাল আহমদ, মারুফ আহমদ, শিক্ষক শাফিয়া বেগম, ফাহিমা বেগম, ফখরুল ইসলাম, অভিভাবক জোছনা বেগম প্রমুখ।