বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর উদ্যোগে দু’দিনব্যাপী বিশ্বসেরা হাফিজ/ক্বারীদের তেলাওয়াত সম্মেলনে গতকাল ২১ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া ময়দানে বক্তারা বলেন, সমাজে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় কুরআনের নিজেদের চেতনায় মিশিয়ে ফেলার আহবান জানান। ইসলামী চিন্তাবিদগণ বলেন, কুরানের নিয়মিত অধ্যয়ন ও গবেষণায় আমাদের বেশি করে সময় দিতে হবে। আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় কুরআনকে এ সমাজে ছড়িয়ে দিতে হবে। কুরআনকে নিজেদের নেশায় ও চেতনায় মিশিয়ে দিতে হবে। কুরআনে সমস্যার সমাধান অন্বেষণ করতে হবে। কারণ মানব জাতির সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ পবিত্র আল কুরআনে রয়েছে। যে সমাজে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকৃত, মানুষের সাম্য স্বীকৃত, ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত এবং মতামত দেয়ার স্বাধীনতা সংরক্ষিত সেই সমাজেই আদর্শ সমাজ। বক্তারা আরো বলেন, প্রতিদিন মসজিদ থেকে পাঁচ আযান হচ্ছে- আল্লাহু আকবার (আল্লাহ সর্বশেষ)। কিন্তু বাস্তবে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত নেই। আর বাকী যে বৈশিষ্টগুলো সমাজে আছে সেগুলো তেও নেই। ইমাম সমিতি তেলাওয়াত সম্মেলনের মাধ্যমে জাতির মধ্যে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
সিলেট মহানগরী ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের উদ্বোধনী বয়ানের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজিমুদ্দিন কাসেমী। অভিব্যক্তি পেশ করেন শাবিপ্রবি পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রফেসর শাহ আলম, সিলেট এম.সি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদুল হাসান, জামেয়া মাদানিয়া বিশ^নাথের মুহাদ্দিস মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রেজাউল করিম জালালী, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সদস্য মাওলানা শিব্বির আহমদ বিশ^নাথী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন, মুফতী কমর উদ্দিন, মাদানী কাফেলা বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।
বিভিন্ন অধিবেশনে মহানগর ইমাম সমিতির সিনিয়র সহ সভাপতি মাওলানা ক্বারী শহিদ আহমদ, সহ সভাপতি মুফতী বুরহান উদ্দিনের পৃথক পৃথক সভাপতিত্বে এবং সহ সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুফতী আব্দুর রহমান শাহজাহান, সদস্য হাফিজ আবিদ হাসান ও হাফিজ মাহাদী হাসান মিনহাজের যৌথ পরিচালনায় তিলাওয়াত সম্মেলনে ১ম দিন তিলাওয়াত করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারী জহির উদ্দিন, কারী শফিকুর রহমান, হাফিজ মিফতা উল ইসলাম, হাফিজ মিনহাজুল ইসলাম, হাফিজ নাঈম আহমদ, হাফিজ উসমান গণি, হাফিজ নাহিদুল ইসলাম, হাফিজ আফিফুর রহমান, হাফিজ মুজিবুর রহমান, হাফিজ শাহ রায়হান, হাফিজ এহসান, হাফিজ হাবিব উল্লাহ আমীনি, হাফিজ মামুনুর রশীদ প্রমুখ। বিজ্ঞপ্তি