স্টাফ রিপোর্টার :
নগরীর মীরের ময়দান- ব্লু বার্ড’ স্কুল বীর মুক্তিযোদ্ধা ডা. চঞ্চল রোড প্রশস্তকরণ কাজের উদ্বোধনকালে অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত বলেছেন- বর্তমান সরকার দেশের সর্বস্তরের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। দেশে যেভাবে উন্নয়ন কাজ চলমান সেটি অব্যাহত থাকলে আগামী ২০২৪ সালের মধ্যে দেশের চেহারা পাল্টে যাবে। এজন্য সরকারকে সহযোগিতা করা প্রয়োজন।
মন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় প্রশস্ত করা হলো নগরীর ব্যস্ততম মীরের ময়দান- ব্লু বার্ড পর্যন্ত সড়ক। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সড়কটি প্রশস্ত করায় এখানকার ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হবে। জনসাধারণ চলাচলে সুবিধা হবে। তিনি বলেন- ডা. চঞ্চল রোড প্রশস্তকরণ কাজ শেষ হলে সুবিদবাজার পয়েন্ট থেকে পূর্বদিকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত রাস্তা প্রশস্থ করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় নগরীর মীরের ময়দান পয়েন্টে সড়ক প্রশস্থকরণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন- সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ কে এম মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, চেয়ারম্যান আশফাক আহমদ। এসময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- রেজওয়ান আহমদ, ইলিয়াস আহমদ, আব্দুল মুহিত জাবেদ, রাজিক মিয়া, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদিমপাড়ায় বিডিবিএল এর ৪৩তম ব্রাঞ্চের উদ্বোধন : বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সিলেট বিডিবিএল এর ৪৩তম ইসলামপুর ব্রাঞ্চ (পল্লী শাখা) বৃহস্পতিবার শহরতলীর ইসলামপুর বাজার খাদিমপাড়া এলাকায় আয়শা-তামিম প্লাজায় শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মনজুর আহমদের সভাপতিত্বে ও আশরাফুল আলমের পরিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন, বিডিবিএল পরিচালনা পর্ষদের পরিচালক মুশতাক আহমদ, মো. আবু হানিফ খান, ড. এ কে ওবায়দুর রব, সৈয়দ এপতার হোসেন পিয়ার, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ৪নং খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী শাহেদ মুহিত, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী এম. জামান চৌধুরী তছলিম, ব্যাংকের এজিএম হারুনুর রশিদ, ডিজিএম মো. জহির রায়হান, খন্দকার রকিবুর রহমান, সোনালী ব্যাংক জিএম গোপীনাথ দাস, ব্রাঞ্চ ব্যাংকিং এন্ড ইনভেস্টমেন্ট ব্যাংকের জেনারেল ম্যানেজার সৈয়দ নুুরুর রহমান কাদরী, ডেপুটি এস্টাবলিশমেন্ট এন্ড কমন সার্ভিস ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল, বিডিএমডি’র এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার ও ডিপার্টমেন্ট হেড ইঞ্জি. এসএম সিরাজুল ইসলাম, সিলেট ব্রাঞ্চের এজিএম ও ম্যানেজার কামাল উদ্দিন আহমদ মোল্লা, আকমান হোসেন চৌধুরী, হবিগঞ্জ ব্যাঞ্চের ম্যানেজার আজিজুর রহমান প্রমুখ।