সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নীকে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে জেলা মহিলা পরিষদ ও প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়, দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, এডভোকেট এনাম আহমদসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। অন্যদিকে মঙ্গলবার সকাল ১১টায় মুন্নী খুনের মামলার দ্বিতীয় আসামী তানভীর আহমদ চৌধুরীকে গ্রেফতারের পর জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বখাটে খুনী প্রেমিক এহিয়া ও তার বন্ধু তানভীরকে আসামী করে দিরাই থানায় হত্যা মামলা নং ১০ তাং ১৮/১২/২০১৭ইং দায়ের করেছেন মুন্নীর মাতা রাহেলা বেগম। মামলা এফআইআরের পর দিরাই থানার ওসি মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ রাতেই অভিযান চালিয়ে স্থানীয় কলেজ রোডস্থ বাসভবন থেকে এজাহারভুক্ত আসামী তানভীর আহমদকে আটক করে। গ্রেফতারকৃত তানভীর পৌর সদরের আনোয়ারপুর নয়াহাটি গ্রামের বাসিন্দা আবুল কালাম চৌধুরীর ছেলে। তানভীরদের পাশেই মুন্নী আক্তারের পরিবার বসবাস।
উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর রাত ৮টার সময় দিরাই পৌর সদরের মাদানী মহল্লায় ঘরে ঢুকে স্কুল ছাত্রী মুন্নীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় কথিত প্রেমিক এহিয়া। আহতাবস্থায় তাকে সিলেটস্থ এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।