আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওরে বাঁধ নির্মাণে কোন দুর্নীতি হলে ছাড় নয়। জনগণ ও কৃষকের জন্য সরকার কোটি কোটি টাকা দেয়, এসব নিয়ে দুর্নীতি চলবে না। শুক্রবার সকালে জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নের ফেনারবাক গ্রামে ‘ফেরদৌসী আলী আমজদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হওয়ার সময় পেরিয়েছে এক মাস। কিন্তু এখনও পিআইসি বা প্রকল্প বাস্তবায়ন কমিটিই গঠন হয়নি। ফলে আবারও হাওরের বোরো ফসল হারানোর শঙ্কায় স্থানীয়রা। দুই বছর আগে আগাম বন্যায় সুনামগঞ্জের হাওরের কৃষকের স্বপ্নের ফসল তলিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড নীতিমালা অনুযায়ী, ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্র“য়ারির মধ্যে বাঁধ নির্মাণ শেষ করতে হবে।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, এরা মারামারির সময় এগিয়ে। হরতাল, মারামারি, ভোট না দেওয়ায় এগিয়ে এরা এখন ‘না’ পার্টিতে পরিণত হয়েছে। তাছাড়া হিন্দু মুসলমানের সম্প্রীতির সঙ্গে বসবাসের বিষয়ে এম এ মান্নান বলেন, অন্ধকারের শক্তি বিএনপি- জামায়াত ও ধর্মান্ধ শক্তি আওয়ামী লীগকে নাস্তিক বলে। কিন্তু শেখ হাসিনা যতগুলো মসজিদ নির্মাণ করেছেন বিএনপি-জামায়াত ১০০ বছরেও এসব করতে পারবে না।