হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
মেয়াদোত্তীর্ণ ওষুধ, পচা-বাসি খাবার বিক্রি ও ওজনে কম দেওয়ার দায়ে হবিগঞ্জের লাখাইয়ে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিনের ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।
সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, দুপুরে লাখাইয়ের বুল্লা বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে রামজয় ফার্মেসিকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া পচা-বাসি খাবার বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ঝরণা মিষ্টান্ন ভাণ্ডার, নজরুল হোটেল, রমজান হোটেল, হোটেল নূরে আলম ও সুধীর এন্টারপ্রাইজকে ১ হাজার ৫শ’ টাকা করে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। অপরদিকে ওজনে কম দেওয়ায় রতন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা হয়।