ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে ইসলামি সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ বালু মাঠে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ ইসলামি সুন্নী মহাসম্মেলনের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হযরত মাওলানা সিহাব উদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। সংগঠনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম জিহাদীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক হাফেজ আশিক উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা আবদুল লতিফ খাঁন নারায়নগঞ্জী, বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, গোবিন্দগঞ্জ ব্যবসায়ি সমিতির সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, আনজুমানে আল ইসলাহ গোবিন্দগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি ডাক্তার একেএম আবদুল্লাহ। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ফতেহপুর কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু আলী সিকন্দার, গোবিন্দগঞ্জ ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ মো. আবদুস ছোবহান, মাওলানা নুরুল ইসলাম তকিপুরী, মাওলানা আবদুল ওয়াহিদ উদয়পুরী, গাবুরগাঁও দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা কবির আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ মাওলানা আবুল ফজল মো. ত্বোহা, লামা আকিলপুর জামে মসজিদের ইমাম ও খতিব, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা নাছির উদ্দিন, তকিপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুকন উদ্দিন, মাওলানা মিছবাহ উদ্দিন।
প্রধান অতিথি মাওলানা সিহাব উদ্দিন চৌধুরী বলেছেন, সৃষ্টির সকল মূল হলেন, আমাদের পিয়ারা নবী হযরত মোহাম্মদ (সা:)। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এ দুনিয়াতে কিছুই সৃষ্টি করতেন না। এ নবীজির কোন তুলনা হয়না। পবিত্র কোরআন শরিফ এতো সম্পানী একটি আসমানী কিতাব, যে কিতাবটি আল্লাহ পাক তাঁর প্রিয় হাবিবের উপর নাযিল করেছেন। তিনিও সম্মানী তাই। ইসলামের সকল বাস্তবরূপ হলেন আমাদের নবী করিম (সা:)। হযরত আদম (আ:) মোহাম্মদ (সা:) এর নাম মোবারক নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন এবং সে প্রার্থনা আল্লাহ কবুলও করেছিলেন। তিনি ভন্ড পীর দাবিদার দেওয়ানবাগির বিভিন্ন ঘটনা উপস্থাপনা করে বলেন, সে একজন পাগল। তাকে যারা পীর বলে তারাও পাগল ছাড়া আর কিছু না। লা মাযহাবি ও সৌদিআরবের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। আর এর দায়ি সৌদি আরবের সরকার। এ সেই সৌদি আরব সরকারের কারণে ইতোমধ্যে ইরাক, লিবিয়া, আফগানিস্থানসহ বিভিন্ন মুসলিম দেশ ধ্বংস হয়েছে। সুতরাং এদের থেকে আমাদের সাবধান হতে হবে।