রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের গভর্ণর ভিজিট সম্পন্ন হয়েছে। গত ১৪ ডিসেম্বর বহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলাস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে এ অনষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর রোটারিয়ান প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোটারিয়ানরা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন। আর্ত মানবতার কল্যাণে রোটারিয়ানরা নিবেদিত প্রাণ। রোটারীর কল্যাণে সারা বিশ্ব পোলিও মুক্ত হতে যাচ্ছে। রোটারী ৩২ বছর ধরে বিশ্বকে পোলিও মুক্ত করতে কাজ করে যাচ্ছে। রোটারীর এসব কার্যক্রম মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলে রোটারীর পাশাপাশি অন্যান্য বিত্তবানরাও মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত হবেন।
রোটারী সিলেট ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক সাব্বির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শামসুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোনাল কো-অর্ডিনেটার রোটারিয়ান রোটারিয়ান পিপি জাকির আহমদ চৌধুরী, ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, অ্যাসিস্টেন্ট গর্ভনর পিপি রোটারিয়ান নজরুল ইসলাম, পিপি সিদ্দিকুর রহমান এডভোকেট, পিপি এম.এ. খালিক, পিপি সৈয়দ সুজাত আলী, পিপি আব্দুল মুকিত, আইপিপি শহিদুল ইসলাম এডভোকেট, রোটারিয়ান পিপি আবুল বশর, রোটারিয়ান পিপি আব্দুল আলী, রোটারিয়ান বিকাশ কান্তি দাশ, রোটারিয়ান আলমগীর কবির, রোটারিয়ান মনসুর আহমদ, রোটারিয়ান আবুল হাসান, রোটারিয়ান স্বরাজ বন্ধু দাশ, রোটারিয়ান এম এ রহিম, রোটারিয়ান খোদেজা রহিম কলি প্রমুখ। বিজ্ঞপ্তি