সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা কমিটির সংবাদ সম্মেলন ॥ দাবী আদায় না হলে ২৩ ডিসেম্বর থেকে আমরণ অনশন

34

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট কর্তৃক ঘোষিত কর্মসূচী মোতাবেক বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজিঃ নং-এস ১২০৬৮ সিলেট জেলা কমিটি গতকাল ১৫ ডিসেম্বর শুক্রবার সকালে কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সভা কক্ষে প্রশিক্ষণ প্রাপ্ত প্রধান শিক্ষকের পরের গ্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন করেন।
দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি নাসির মাহমুদের পরিচালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা শাখার সভাপতি জেসমিন সুলতানা। প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণ করেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রমথেশ দত্ত, সিনিয়র সহ সভাপতি নিকেতন দাস, সহ সভাপতি আব্দুস ছামাদ, স্বপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয় ২০১৪ সালে প্রধান শিক্ষকদের সাথে সহকারী শিক্ষকদের তিন ধাপ বেতন বৈষম্য ও পদ মর্যাদা বৈষম্য সৃষ্টি হওয়ার পর আমরা সহকারী শিক্ষকরা এই বৈষম্য নিরসনের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বার বার সংবাদ সম্মেলন, মানববন্ধন, শিক্ষক সমাবেশ, ঢাকার কেন্দ্রিয় শহীদ মিনারে প্রতীকি অনশন, স্মারক লিপি পেশ করেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকগণের সাথে দফায় দফায় বৈঠক করেছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে কম করে হলেও ৫০ বার দেখা করে দাবী পেশ করেছি, অর্থমন্ত্রীর অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক বৈঠকে বৈষম্যগুলো তুলে ধরেছি সবাই বলেছেন বৈষম্য বিরাজমান এবং তার সমাধান করবেন। কিন্তু ৪ বছর পার হলেও কোন সমাধান নেই। সর্বশেষ ২০১৭ সালের ২৩ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে ৩ লাখ ৫০ হাজার পোস্ট কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে দাবীগুলো প্রেরণ করেছিলাম। তথাপিও আমাদের দাবীগুলো মেনে নেওয়া হয় নাই। বর্তমানে আমাদের একটাই দাবী হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত প্রধান শিক্ষকের পরের গ্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে আমাদের দাবী আদায় না হলে ২৩ ডিসেম্বর থেকে ঢাকার কেন্দ্রিয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচী পালন করতে বাধ্য হবো।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি রফিক উদ্দিন, বিপুল সরকার, অজয় দেব, মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি কল্যাণ ব্রত বিশ্বাস, জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক বাবুল কান্তি দাস, যুগ্ম সম্পাদক বুরহান উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ নূরুল আমিন, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, যুগ্ম সম্পাদক নিলকন্ঠ দাস, জেলা প্রচার সম্পাদক মালেক আহমদ, জেলা মিডিয়া সম্পাদক মাহবুবুর রহমান শিবলু, গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, রাজিয়া আক্তার খানম, রহিমা বেগম, নিয়তি আচার্য্য, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিটন চন্দ্র দাস, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি হানিফ আহমেদ, সাধারণ সম্পাদক শেখ নূরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি বিজন দেব, জোৎস্না বেগম, বিয়ানীবাজার উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি নূরুল হক শামীম, সাধারণ সম্পাদক সফর উদ্দিন, ওসমানী নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান, শহিদুর রহমান রাজু, জকিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কয়সর আহমদ, সদস্য সচিব আব্দুল হালিম, বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল কান্ত দাস, যুগ্ম সম্পাদক শাহিন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার সবুজ কান্তি দে, কোম্পানীগঞ্জ উপজেলা মোঃ সামছুন নূর, বালাগঞ্জ উপজেলা শাখার রঞ্জিত মোহন দাস, আব্দুল কাইয়ুম, সিলেট সদর উপজেলা শাখার সৌমিত্র দাস, নাজিরা বেগম, তামান্না ইয়াসমিন চৌধুরী, সৈয়দা রোজিনা আক্তার, অটল কান্তি দাস প্রমুখ। বিজ্ঞপ্তি