জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এ.টি.ইউ তাজ রহমান বলেছেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি আবারো রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। তিনি পার্টির মধ্যে ঘাপটি মেরে বসে থাকা কিছু সংখ্যক স্বার্থান্বেষী ব্যক্তিদের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ক্ষমতার বড়াই দেখাবেন না। শীত একবার নয় বার বার শীত আসে। সময় থাকতে সঠিক পথে চলে আসুন। নয়তো জনগণ ক্ষমা করবে না। তিনি সকল ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে স্বেচ্ছাসেবক পার্টি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালনের আহবান জানান।
তিনি শুক্রবার বিকেল ৩টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলে অনুষ্ঠিত জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক কিউ.এম ফররুখ আহমেদ ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম তাপাদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মকসুদ ইবনে আজিজ লামা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ শাব্বির আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ বেলাল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবু সাঈদ স্বপন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য সাইফুদ্দীন খালেদ, কেন্দ্রীয় সদস্য ও জাতীয় পার্টি সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ উছমান আলী চেয়ারম্যান, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি আলতাফুর রহমান আলতাফ, যুগ্ম সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য তাজ উদ্দিন আহমেদ বাবুল, মিজানুর রহমান মিজান, জায়েদুল ইসলাম জাহিদ, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এম.এ মালেক খান, বশির উদ্দিন, ফখরুল ইসলাম সুহেল, সদস্য জামাল আহমদ লেবেল, দৌলা মিয়া, সাবেক ছাত্র নেতা তাজ উদ্দিন এপলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফরহাদ আহমদ, ফয়সল উদ্দিন, মাহমুদুল আম্বিয়া, মারুফ আহমদ তালুকদার, মকবুল হোসেন, জুবের আহমদ, মোঃ শাহজাহান, দেলওয়ার হোসেন, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল আমীন, এস.এম শামীম, ফারুক আহমদ, আব্দুল মতিন মনাই, যুবনেতা আক্তার হোসেন, বুলবুল আহমদ, হাসান আহমদ, শাহ মোঃ আব্দুল কাদির সাজু প্রমুখ। বিজ্ঞপ্তি