জিন্দাবাজারে ভোজনবাড়ী রেস্টুরেন্টসহ ৪ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা

5

স্টাফ রিপোর্টার :
নগরীর জিন্দাবাজারে ভোজনবাড়ী রেস্টুরেন্টসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। এ সময় বিভিন্ন অপরাধে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোজনবাড়ী রেস্টুরেন্টে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় তারা মাটির দইয়ের পাতিলে ওজন ১ কেজি লিখা দেখতে পান। ওজন মেপে শুধু পাতিলের ওজনই ৮০০ গ্রাম ধরা পড়ে। আর পাতিলে দই ছিল মাত্র ২শ গ্রাম। এছাড়া স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শুকরিয়া মার্কেটে অভিযানের সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় মোহন স্ন্যাকসকে ৫ হাজার টাকা, বিদেশী পণ্যে আমদানীকারকের স্টিকার না থাকায় শাফাত কসমেটিকসকে ৩ হাজার, সমাহার কসমেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি জিন্দাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। অভিযানে সহায়তা করেন ৭ এপিবিএন’র এর একটি টিম।