ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যাগে গতকাল ১১ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় নগরীর ধোপাদীঘির পূর্বপারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও সিলেট জেলা সেক্রেটারী মাওরানা আতাউর রহমান বলেন, মুসলমানদের জেরুজালেমে দখলদার ইসরাইলের এখনে কোন হিস্যা নেই। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিনীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। ট্রাম্পের এই একতরফা ঘোষণা শান্তি প্রতিষ্ঠায় একমাত্র বাধা। বিশ^ জনমতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ট্রাম্পের ঘোষণা সত্যিই দুঃখজনক। নেতৃবৃন্দ অনতিবিলম্বে তার অবস্থান থেকে সরে আসার আহবান জানান।
সিলেট জেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনের সঞ্চালনায় পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম কাসেমী, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা লুকমান আহমদ, যুব জমিয়েতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক রুহুল আমীন নগরী, কেন্দ্রীয় নেতা মাসুদ আজহার, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ত্বাহা হোসেন, সাহিত্য সম্পাদক ফরহাদ আহমদ, জেলা ছাত্র জমিয়তের ইয়াহইয়া হামিদী, মাসনুন আহমদ, রুহুল আমীন, মারুফুল হাসান, মিজানুর রহমান খান, লোকমান হাকিম, নোমান সিদ্দিক, নজরুল ইসলাম, মহানগর ছাত্র জমিয়তের মুজাহিদুল ইসলাম খালেদ, আব্দুল করিম, আবু বকর সিদ্দিক, এমসি কলেজ ছাত্র জমিয়তের হোসাইন আহমদ, হাবিবুর রহমান, ফাহিম আহমদ সুমন, সিলেট আলিয়া মাদরাসা ছাত্র জমিয়তের আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি