বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বক্তারা ॥ আলোকিত ভবিষ্যৎ গড়তে ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে

57

সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন আয়োজিত ২০১৭ সালের জুনিয়র মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার বিকেলে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার বলেছেন, মেধাবীরাই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। তাই আলোকিত ভবিষ্যৎ গড়তে ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। উন্নত ক্যারিয়ার গঠনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের ক্ষেত্রে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন বিভিন্ন প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। আজকের বৃত্তি বিতরণ অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবী রাখে।
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো: মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু, বিশিষ্ট আইনজীবী এম. আব্দুল্লাহ, ৭১ টিভির সিলেট ব্যুরো চীফ ইকবাল মাহমুদ, কামালবাজার ডিগ্রী মাদ্রাসার প্রভাষক মোছা: সামছুন্নাহার। এছাড়াও বক্তব্য রাখেন আসক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় উপ-পরিচালক লাকি আক্তার নুপুর, খাজাঞ্চী একাডেমী ও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দৌলত মিয়া, সিলেট প্রধান ডাকঘরের অফিস সহকারী আব্দুল করিম, ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ ও সাংগঠনিক সম্পাদক এস.এম. জাহেদের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনজুমন আরা চৌধুরী, ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মো: দেলোয়ার হোসেন, জুনেদ আহমদ, জাবেদ হাসান, আহমদ আরিফ, রেজাউল করিম প্রমুখ। এ বৃত্তি বিতরণ সুসম্পন্ন করতে বিশেষ আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও আজীবন দাতা সদস্য বিশ^নাথ খাজাঞ্চী একাডেমী ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী আব্দুল বাছিত রফির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি