উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইমজা-মাহা দ্বিতীয় মিডিয়া কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গতকাল দুপুর ১টা ৩০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. রাহাত আনোয়ার।
ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা’র সভাপতি আল আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলার স্পন্সর প্রতিষ্ঠান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। স্বাগত বক্তব্য রাখেন ইমজা-মাহা ২য় মিডিয়া কাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক আজিজ আহমদ সেলিম।
বক্তব্য রাখেন অংশগ্রহণকারী দল দৈনিক উত্তরপূর্বের প্রধান বার্তা সম্পাদক তাপস পুরকায়স্থ, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক মঈন উদ্দিন ও দৈনিক সংবাদের চেয়ারম্যান আকাশ চৌধুরী।
আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারকে শুভেচ্ছা স্মারক তোলে দেন ইমজার সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঞ্জু, আয়োজক কমিটির আহ্বায়ক আজিজ আহমদ সেলিম ও সদস্য সচিব মারুফ আহমদ।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম খেলায় অংশ নেয় দৈনিক শ্যামল সিলেট বনাম দৈনিক উত্তরপূর্ব। খেলার প্রথমার্ধ্বের বেশির ভাগ সময়ই শ্যামল সিলেট দলকে চাপে রাখে উত্তরপূর্ব দল। উত্তরপূর্বের মধ্যভাগের খেলোয়াড় অপু, দিব্য ও অলি নিজেদের মধ্যে সমন্বয় গড়ে তোলে শ্যামল সিলেটের গোল পোস্ট বেধ করতে চেষ্টা চালিয়ে যান। অবশেষে প্রথমার্ধ্বের ৩ মিনিট বাকি থাকতে সফলতা পেয়ে যায় উত্তরপূর্ব। দলের মধ্যভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় অপু ক্রস থেকে বল পেয়ে বল জালে জড়ান।
দিত্বীয়ভাগে দৈনিক শ্যামল সিলেট ঘুরে দাঁড়ায়। আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। দৈনিক শ্যামল সিলেটের মধ্যভাগের খেলোয়াড় নাসির, ফয়সাল আমীন ও বক্কর তাদের স্টাইকার আরিফকে বল জোগান দিতে থাকেন। খেলা শেষ হওযার ৫ মিনিট আগে স্টাইকার আরিফ খেলায় সমতা ফেরান।
এ খেলায় সমতা ফিরিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন দৈনিক শ্যামল সিলেট দলের স্টাইকার আরিফ।
দিনের দ্বিতীয় খেলায় অংশ নেয় দৈনিক শুভ প্রতিদিন বনাম দৈনিক সংবাদ। খেলার শুরুতে সংবাদ দলের খেলোয়াড়রা শুভ প্রতিদিনের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ডি বক্সের ভেতরে ঢুকলেও বল জালে জড়াতে পারেননি। তবে বেশিক্ষণ খেলায় থাকতে পারেনি সংবাদ দল। দৈনিক শুভ প্রতিদিন দলের অভিজ্ঞ খেলোয়াড়রা নিজেদের খেলায় ফিরিয়ে আনেন। সমঝোতা আর সমন্বয়ে তারা সংবাদ দলের গোল পোস্টে বার বার হামলা চালান। অবশেষে খেলার ১০ মিনিটে দূর থেকে নেয়া ডিফেন্ডার মিলনের শট সংবাদ দলের গোলরক্ষকের হাত থেকে চিটকে গেলে স্টাইকার সোহাগ সুযোগ কাজে লাগান। ১-০ গোলে এগিয়ে যায় শুভ প্রতিদিন।
খেলায় দ্বিতীয় ভাগে দৈনিক শুভ প্রতিদিননের অধিনায়ক মঈন উদ্দিনের নির্দেশনার মাঝমাঠের খেলোয়াড় শামীম ও শফি সংবাদ দলের ডিফেন্ডার পরাস্ত করে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান। খেলার ৫ মিনিটে স্টাইকার সোহাগের থ্র থেকে সংবাদ দলের গোলরক্ষকের হাতে লেগে বল জালে জড়ায়। ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০ তে। এর কিছুক্ষণ পর ফ্রিকিক থেকে বল জালে জড়িয়ে ৩-০ ব্যবধান বাড়িয়ে নেন ডিফেন্ডার মিলন।
শেষ দিকে সংবাদ দল নিজেদের গুছিয়ে বদলি খেলোয়াড় মঞ্জুর সাথে সমন্বয় করে শুভ প্রতিদিনের জালে বল জড়ানোর চেষ্টা বারবার ব্যর্থ হয়। অবশেষে কর্নার থেকে নেয়া শটে মাথা লাগিয়ে গোল ব্যবধান কমিয়ে আনেন মঞ্জু।
খেলায় ৩-১ গোলে দৈনিক শুভ প্রতিদিনের কাছে পরাজিত হয় দৈনিক সংবাদ। এ খেলার ম্যান অব দা ম্যাচ হন শুভ প্রতিদিন দলের স্টাইকার সোহাগ। বিজ্ঞপ্তি