নদীর পাড়ে বাড়ি

65

আব্দুর রাজ্জাক

নদীর পাড়ে বাড়ি আমার
ছোট্ট একটা ঘর!
খেলা করে নদীর স্রোত
দেখতে লাগে ডর।

মায়ের কোলে ঘুমের মাঝে
হঠাৎ কাঁদে মন!
সুখের ঘরে যদি আসে
নদী ভাঙ্গার ক্ষণ।

বাবা আমার গেছে দূরে
বছর হলো গত!
চারিদিকে ভাংছে বাড়ি
লোকবসতি শত।

পানির খেলা দেখি যখন
বুকে লাগে ভয়!
ধীরে ধীরে নদীর স্রোতে
মাটি হচ্ছে ক্ষয়।

মাকে বলি নদীর স্রোতে
ভাঙ্গে যদি ঘর!
কোথায় যাবো মাগো তখন
লাগছে বুকে ডর!