কোম্পানীগঞ্জে প্রশাসন কর্তৃক বাজার মনিটরিংয়ে জরিমানা

7
কোম্পানীগঞ্জে বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান।

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
পবিত্র রমজানকে সামনে রেখে কোম্পানীগঞ্জ উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। বুধবার (৭ এপ্রিল) সকাল ১১.৩০ থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের নেতৃত্বে পুলিশ সদস্যদের উপস্তিতিতে উপজেলার দয়ারবাজারে অভিযান চালানো হয়।
বাজার মনিটরিং এর অংশ হিসেবে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩টি গ্রোসারি শপে মোট ২৮,০০০ (আটাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং অন্য একটি দোকানে মাস্ক না পরায় ১০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়। এসময়ে ৪ টি (চারটি) মামলায় সর্বমোট ২৯,০০০( উনত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে এবং যাদের মাস্ক নেই তাদের মাস্ক বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, ‘রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ অধিক মূল্য দ্রব্য বিক্রি করলে আমাদেরকে জানানোর অনুরোধ রইলো। করোনার এই সময়ে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না’।