বাহুবলে সরকারি বই পাচারকালে আটকের ঘটনায় মামলা

14

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বাহুবলে মাধ্যমিক স্তরের এক ট্রাক সরকারি বই পাচারকালে শিক্ষা অফিসের কর্মচারীসহ ছয় জনকে আটকের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বাহুবল মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বাদী হয়ে সাত জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। মামলার ছয় আসামি গ্রেফতার রয়েছে এবং একজন পলাতক।
বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার (২৯ নভেম্বর) রাতে সরকারি নতুন বই ট্রাক ভর্তি করে পাচারের সময় বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মনিরুজ্জামান (৪০), নাইট গার্ড আব্দুল হান্নান (৫০), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার চৌবাড়িয়া গ্রামের হারিছ মিয়ার ছেলে আইয়ূব আলী (৪২), মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ট্রাক চালক মফিদুল ইসলাম (৪৫), ঢাকা যাত্রাবাড়ী এলাকার মৃত জলিল হোসেনের ছেলে ট্রাক হেলপার রমজান হোসেন (২২) ও চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার বেগমপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে ট্রাক হেলপার মোবারক হোসেনকে (১৭) আটক করা হয়।