বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা রেদওয়ান আহমদ চৌধুরী বলেছেন, ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের মধ্যে আনন্দের বার্তা নিয়ে ফিরে আসে। তমসাচ্ছন্ন পৃথিবীর গভীর অন্ধকার দূর করতে ৫৭০ খ্রিষ্টাব্দে এ ধূলির ধরণীতে তাশরীফ এনেছিলেন রাহমাতুল্লিল আলামীন রাসূলে আকরাম (সা.)। যার আগমনে জগতবাসীর মধ্যে খুশির ফুয়ারা বয়ে গিয়েছিলো।
প্রিয়নবীর আগমনের দিনকে স্মরণ করে যুগে যুগে মুমিন-মুসলমানগণ নিয়ামত প্রাপ্তির শুকরিয়া আদায় করে আসছেন। ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের মাধ্যমে আমরা রাসূল (সা.) এর সুমহান মর্যাদা সম্পর্কে জানতে পারি, আগামী প্রজন্মের কাছে প্রিয় নবীর আদর্শ তুলে ধরতে এ রকম জামায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মঙ্গলবার শহরের শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, প্রধান বক্তার বক্তব্য দেন তালামীয কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান।
জেলা তালামীযের সভাপতি রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আলমের পরিচালনায় বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল-ইসলাহ’র সভাপতি আবু তাহির মোঃ খালিদ, সুনামগঞ্জ জেলা আল-ইসলাহের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তাজুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, মাওলানা শামছুল হুদা, তালামীযে ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল ফজল মোঃ ত্বোহা, সাবেক জেলা সভাপতি হাফিয শামসু মিয়া সজল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তালামীেেয সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা মিছবাহ, জেলা তালামীযের সহ-সভাপতি আলী মুহাম্দ ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল গণি সোহাগ, সাংগঠিনক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, প্রচার সম্পাদক মুহা. নুর হোসেন, অর্থ সম্পাদক আব্দুল মতিন রাজন অফিস সম্পাদক তোফায়েল আহমদ মিনার, প্রশিক্ষণ সম্পাদক তাজ উদ্দীন আহমদ হাসান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি শফিকুল ইসলাম রাহিন, ছাতক (উত্তর) উপজেলা সভাপতি ইসলাম উদ্দীন, সুনামগঞ্জ পৌর সভাপতি কুতুব উদ্দীন, ছাতক পৌর সাধারণ সম্পাদক সাব্বির উদ্দীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-প্রচার সম্পাদক মারুফ আহমদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম, সদস্য আবু তাহের , আবু হেনা মোঃ ইয়াসিন, ছাতক(উত্তর) উপজেলা আল-ইসলাহ সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, দিরাই উপজেলা সভাপতি কাজী ফিরুজ আলী, তাহিরপুর উপজেলা তালামীযের সভাপতি শফিকুল ইসলাম, দিরাই উপজেলা সভাপতি শাহ আলম, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি কাজী মাহবুবুল ইসলাম, দোয়ারা (পশ্চিম) উপজেলা সভাপতি আব্দাল হোসাইন তালুকদার, সুনামগঞ্জ পৌর সভাপতি মতিউর রহমান, ইসলামী সংগীত শিল্পী মাকসুদুর রহমান, ছাতক (উত্তর) উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভা শেষে সকল নবীপ্রেমিক মুসলিম ও ছাত্রজনতার অংশগ্রহণের মধ্যদিয়ে দুপুর ২টায় শুরু হওয়া ‘মুবারক র্যালি’ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি