ভ্যালি সিটি সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন ॥ শুধু সৌন্দর্য বৃদ্ধি বা কাঠামোগত উন্নয়ন নয়, সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখার প্রত্যয়

10

বাসস্থান মানুষের মৌলিক চাহিদার অন্যতম। নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুষ্ঠুভাবে বেড়ে উঠার জন্য চাই নিরাপদ বাসস্থান। সেই লক্ষ্যে মনোরম পরিবেশে গড়ে উঠেছে ভ্যালিসিটি সোসাইটি। স্বপ্নের সিলেট শহরকে সুন্দর ও শান্তির শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভ্যালি সিটি কাজ করে যাচ্ছে। শুধু সৌন্দর্য বৃদ্ধি বা কাঠামোগত উন্নয়ন নয়, সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে হবে।
নগরীর শাহী ঈদগাহের টিবি গেইট এলাকায় মনোরম ও বিদেশি প্যাটার্নের আবাসিক সুবিধাসম্পন্ন ভ্যালিসিটি সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা একথা বলেন।
গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভ্যালিসিটির মাঠে সোসাইটির (বাড়ির মালিক এবং বাসিন্দাদের উপস্থিতিতে) সভাপতি শহিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান এর পরিচালনায় উপদেষ্টার বক্তব্য রাখেন ভ্যালি সিটি প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য ফরিদ বক্স।
স্যুভিনিয়র মোড়ক উন্মোচনের পর সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন ইকবাল হোসেন খান এবং আর্থিক প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মুহা. আব্দুল কুদ্দুস।
এ সময় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ফজলুর রহমান আকিক, মিসেস শাহরিয়ার চৌধুরী, এম আতাউর রহমান পীর, এলাইচ মিয়া মতিন, ডা. কামরুল গফফার জাকি ও বিধায়ক রায় চৌধুরী প্রমুখ। অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সোসাইটির ২০২২-২৩ইং নতুন কমিটি ঘোষণা করা হয়। সর্বশেষে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন সোসাইটির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও বতর্মান কমিটির সহ-সভাপতি ফারেছ আহমেদ চৌধুরী। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা বেলাল আহমদ। বিজ্ঞপ্তি