মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বাংলার গর্ব ও অহংকার বঙ্গবীর এম.এ.জি. ওসমানীর ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও অলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টেুরেন্টের সম্মেলনকক্ষে এই কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।
বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ সিলেটের আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের এডিশনাল পি.পি. এডভোকেট শামসুল ইসলাম। শফিকুর রহমান শফিকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ সিলেটের সদস্য সচিব মনোরঞ্জন তালুকদার। বক্তব্য রাখেন সমাজসেবী সুফিয়া ইকবাল, ছাদউল্লাহ বাচ্চু, মানবাধিকার সংগঠক এনামুল হক লিলু, আনোয়ার হোসেন চৌধুরী মানিক, খালেদ মিয়া, শাহ আলম, হুমায়ুন রশিদ শাহীন, ইকবাল আহমদ খান, নূর উদ্দিন খান, আশিকুর রহমার রব্বানী, শিরিন চৌধুরী, সাহেদা বেগম, হুমায়ুন কবীর সিদ্দিকী প্রমুখ। বিজ্ঞপ্তি