খুনি মোস্তাক, খুনি জিয়া, খুনি এরশাদ অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে সামরিক স্বৈরশাসন জারি করে বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা বিরোধী, জঙ্গি, আগুন সন্ত্রাসীদের হালাল করে, রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করে। সামরিক শাসনের জঞ্জাল জঙ্গিবাদ আজ দেশ ও জাতির প্রধান শত্র“। জঙ্গি সন্ত্রাসীরা পুনরায় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, সংবিধান বহির্ভূত পন্থায় সরকার পরিবর্তনে তাদের প্রচেষ্টা রুখে দিতে হবে। অবধৈ ক্ষমতা দখলের পথ রুদ্ধ করতে হবে এবং অবৈধ ক্ষমতা দখলকারীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সামরিক শাসনের জঞ্জাল বিতাড়িত করার সংগ্রামে ডাঃ মিলন আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে চিরকাল।
সিলেট জেলা ও মহানগর জাসদ আয়োজিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর সেনানী, নব্বই’র গণ অভ্যুত্থানের মহান শহীদ ডাঃ শামসুল আলম মিলন স্মরণসভায় জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ উপরোক্ত কথাগুলো বলেন।
স্মরণ সভার শুরুতে অমর বিপ্লবী ফিদেল কাস্ত্রো, শহীদ ডাঃ মিলন, শহীদ আসাদ-বাচ্চু-মাসুদ-হারুন সহ গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
জেলা জাসদের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও মহানগর জাসদ এর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অদ্য ২৭ নভেম্বর ২০১৭, সোমবার, বিকাল ৫ টায়, নজরুল একাডেমী মিলনায়তন, জিন্দাবাজার, সিলেট এ অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদ সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, জাসদ নেতা মহসিন আলী চুন্নু, উসমান গণি, মকবুল হোসেন, গোপেশ দেব, শামসুল আলম, মুকুল আহমদ পুতুল প্রমুখ। বিজ্ঞপ্তি