ছাতক থেকে সংবাদদাতা :
গোল্ডেন ডিপিএস ডিভিশন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গোবিন্দগঞ্জ অফিসের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে গ্রাহকরা। প্রায় দু’শতাধিক ক্ষুব্ধ নারী-পুরুষ গ্রাহকরা পাওনা টাকা না পেয়ে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেন। এক পর্যায়ে গোবিন্দগঞ্জ এলাকায় কোম্পানীর কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করায় সিলেট-সুনামগঞ্জ ও ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে শতাধিক যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় মুরব্বীদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পর অবরোধ তুলে নেয়া হয়। গ্রাহকদের অভিযোগ, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকরা ডিপিএসের মেয়াদ পূর্ণ হওয়ার পরও তাদের টাকা পরিশোধ করছে না কর্তৃপক্ষ। পাওনা টাকা চাইতে এলে তাদের বিভিন্ন সময়ে নানা ভাবে নাজেহাল ও হয়রানী করা হয়েছে। একাধিক গ্রাহক বলেন, ২০১১ সালে তিনি একটি বীমা একাউন্ট খুলেছিলেন তিনি। ৫ বছর মেয়াদি বীমা একাউন্ট খুলে নির্ধারিত সময় পর্যন্ত নিয়মিত মাসিক প্রিমিয়াম দিয়েছেন তিনি। কোম্পানীর শর্ত অনুযায়ী বীমা দাবী পূরণ করার কথা থাকলেও দু’বছর ধরে তিনি অফিসে ধর্না দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ডিপিএস ডিভিশন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গোবিন্দগঞ্জ জোনাল কার্যালয়ের ইনচার্জের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে গ্রাহকদের সাথে আলোচনার পর অবরোধ তুলে দেয়া হয়েছে।