রোটারী সিলেট রিজেন্সির সপ্তাহব্যাপী বিনামূল্যে খৎনা প্রদান

77

রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সির উদ্যোগে সিলেট নগরীসহ বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র পরিবারের শতাধিক শিশুদের বিনামূল্যে কাপড়, ওষুধ এবং খৎনা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে শুক্রবার এয়ারপোর্ট থানার সাহেবের বাজারস্থ জামেয়া আবু হুরায়রা (রা.) আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিভিন্ন এলাকার অর্ধশতাধিক শিশুকে খৎনা দেয়া হয়।
খৎনা কার্যক্রমের শেষদিন জামেয়া আবু হুরায়রা (রা.) আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী গভর্ণরস স্পেশাল এইড রোটারিয়ান মো. আব্দুল মতিন এমপিএইচএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল লতিফ, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম শিমু, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মো. জসিম উদ্দিন সরকার, সিলেট নার্সিং কলেজের লেকচারার লূক অধিকারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সির প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ইসতিয়াক আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার হাসিব আহমদ, রোটারিয়ান নির্মল কুমার সিনহা, রোটারিয়ান দেবাশীষ কুমার সিনহা, রোটারিয়ান মো. ওমর ফারুক, জামেয়া আবু হুরায়রা (রা.) আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মাওলানায় মুফতি আব্দুল্লাহ আল-ফারুক, মাওলানা অলিউর রহমান মাসুম, মাওলানা কামরুল হক চৌধুরী, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা এমদাদুর রহমান। বিজ্ঞপ্তি