শাহিন আলম সরকার
কামরাঙা গাছে যেন, টিয়া পাখি ঝুলে।
টিও টিও সারা দিন, যেন ডেকে চলে।
কামরাঙা খেয়ে তারা, মাটিতে ফেলায়।
টুকরো টুকরো ফল, গাছ তলে রয়।
দূর হতে বহু দূরে, যায় টিয়া উড়ে।
দল বেঁধে উড়ে তারা, সারা দেশ জুড়ে।
লেজ বেশ লম্বা যেন, ঠোট হল লাল।
মানুষের ভাষা তারা, করে যে নকল।
লোকজনে টিয়া পাখি, শখ করে পোষে।
অভ্যাসের দ্বারে যেন, পৌঁছে যায় শেষে।
কেহ পুষে খাঁচা করে, কেহ যে বাহিরে।
কিছু কিছু কথা বলে, হাসায় লোকেরে।
প্রকৃতির বড় দান, যেন টিয়া পাখি।
খোকা বলে তাই পাখি, যতœ করে রাখি।