নাসিরউদ্দিন তরফদার
আর কোথাও নাহি যাবো।
বহু দেশ-বিদেশ ঘুরে,
দেখা হয়নি, দু-চোখ মেলে !
রেখেছিল অন্ধকার বদ্ধ ঘরে।
অর্থের সন্ধানে আসি দূরদেশে,
দূরাভাসে বলবো কথা নিঝুমরাতে।
বলেছিলাম চাঁদমুখি প্রিয়ার কাছে,
ভাগ্যের দোষে মোর স্বপ্ন মিছে।
পাইনি সম্মান, পেয়েছি যন্ত্রণা-জ্বালা।
থেকেছি অনাহারে, দিনের পর দিন !
আসিত দেখিতে মধ্যবয়সী এক নারী,
বুঝতাম না ভাষা, ইশারায় সবকিছু।
আদর, স্নেহ, দিয়ে ভরাতো মন,
লিখতাম নানা গল্প রকমারি গান।
তারা বুঝতনা বলতো ইউ গিলা,
ওনার চেষ্টায়, দেশের পথে চলা।
ফিরে আসি মোর সোনার গাঁয়।
এমন দেশটি আর কোথাও নাই ;
এখানে রবির আলো, শিশিরবিন্দু,
ফসলে রোদ ছায়ার লুকোচুরি খেলা।
পাখিরগানে ভরে যায় কৃষ্ণকায়ের মন,
ফুলের বনে চঞ্চল মৌমাছির আলিঙ্গন।
নদীর ঘাটে মাঝি ভাটিয়ালি গান গায়,
কৃষ্ণকায়ের বাঁশি শুনে ঘরে থাকা দায়।
মায়ের-আদর বাবার-স্নেহ আর কোথাও নাই।
মরণের পরে মোর গাঁয়ে কবর দিও ভাই।