ওসমানীনগরে হত্যা মামলায় তিন আসামীর জামিন নামঞ্জুর

19

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে হিরা মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামীদের মধ্যে আরো তিন জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। বুধবার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক নজরুল ইসলাম হারুন মিয়া নামের এক আসামীর অস্থায়ী জামিন মঞ্জুর করে তিন আসামীকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জামিন নামঞ্জুর হওয়া আসামীরা হলেন- ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের সৈয়দ মান্দারুকা গ্রামের সুরজান মিয়া, তাহিদ মিয়া, নোমান মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সৈয়দ মান্দারুকা গ্রামের দুই গোষ্ঠির মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত ১০ জুন গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সৈয়দ হিরা মিয়াসহ কমপক্ষে ১৫ জন আহত হন। সংঘর্ষের ২৪ দিন পর ৪ জুলাই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হিরা মিয়া মারা যান। এই ঘটনায় নিহতের ভাই সৈয়দ মতিন মিয়া বাদি হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে গত ১৩ জুন ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন।