গেইট অপসারণে লালবাজার ব্যবসায়ীদের বিক্ষোভ, ৭২ ঘন্টার আল্টিমেটাম

78

লালবাজারের মেইন রোডের মধ্যখানে এবং জেল রোড মুখে দুটি লোহার গেইটের কারণে প্রতিদিন বৃহত্তর লালবাজারের ব্যবসায়ীরা ব্যপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রতিদিন পোল্ট্রি আরৎ, ডিমের আরৎ, কাঁচাবাজার, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, ইলেক্ট্রনিক মার্কেট, প্রেস সহ প্রায় ৩’শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রতিদিন রাতে এসব গেইট বন্ধ করার কারণে বিভিন্ন জেলা থেকে আগত মালামাল বাজারে প্রবেশ করতে না পারায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। কিছুদিন পূর্বে এ সমস্যা চিহ্নিত করে সিলেটের বিভিন্ন প্রশাসনের দপ্তরে লালবাজার পুরানলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। এতে কোন কাজ না হওয়ায় রবিবার প্রায় ৫’শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ সহকারে সিলেট সিটি কর্পোরেশনে গিয়ে মেয়র আরিফুল হকের কাছে একটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র দাখিল পূর্বে ব্যবসায়ী এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। ৭২ ঘন্টার আল্টিমেটামের ভিতরে এর সমাধান না হলে, ব্যবসায়ীরা অবরোধ সহ কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকবে।
সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, লালবাজার পুরানলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এনায়েত হোসেন এনাত মিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম মিলন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা হাজী রইছ আলী, সহ সভাপতি হাজী শফিক মিয়া, সহ সভাপতি হাজী সিরাজ মিয়া, সহ সাধারণ সম্পাদক জুবের খান, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ কয়েছ, অর্থ সম্পাদক শামীম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি