সিলেট জেলা আইনজীবী সমিতির অর্থায়নে ৩নং বার হলের ১০ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, সিলেট জেলা আইনজীবী সমিতির ইতিহাস গৌরবের। এটি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন ও সমৃদ্ধ বার। তিনি বলেন- ‘বৃটিশ আমলে এখানে পুরাতন ভবন নির্মাণ করা হয়েছিলো। যেগুলো সিলেট তথা বাংলাদেশের ঐতিহ্য। এই ভবনগুলো সংস্কার করার পরও ভবনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ঐতিহ্য রক্ষা যেমন আমাদের দায়িত্ব তেমনি ঐতিহ্যকে রক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। সিলেটের বিচারাঙ্গণ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। বিচারক ও আইনজীবীদের মধ্যেকার সম্পর্ক অত্যন্ত গভীর।’ এখানের বিচারক, আইনজীবী ও আগত জনগণের নিরাপত্তার স্বার্থে আদালত প্রাঙ্গণের পরিবেশ সুন্দর রাখার আহবান জানান জেলা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার। বর্তমান ভবনগুলো যাতে তার স্থায়িত্ব নিয়ে ঠিকতে পারে সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন সেটিও উল্লেখ করেন তিনি। রবিবার বেলা ২টায় সিলেট জেলা আইনজীবী সমিতির অর্থায়নে জেলা আইনজীবী সমিতির ৩নং বার হলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা আইনজীবী সমিতিরি সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা এর সভাপতিত্বে এবং সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট দিলোয়ার হোসেন দিলু ও মোহাম্মদ আকমল খানের যৌথ পরিচালানায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ মোঃ আব্দুল হালিম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আব্দুল হান্নান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো, সিলেট বারের সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্ট বিভাগের ডীন ড. জহির বিন আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, জামিলুল হক, এ.এফ.এম. রুহুল আনাম চৌধুরী মিন্টু, এ.কে.এম শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিজাম উদ্দিন এডভোকেট সিনিয়র আইনজীবী এডভোকেট আখতার হোসেন খান, আব্দুল গফফার, নোমান মাহমুদ, মিসবাহ উদ্দিন চৌধুরী, এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জজ কোর্ট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা শেখ মোঃ ইমদাদুল হক ও পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট সন্তোষ ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সমিতির সহ সভাপতি-২ এডভোকেট জেবুন নাহার সেলিম, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট এজাজ উদ্দিন, এডভোকেট সেলিম মিয়া, সহ সম্পাদক এডভোকেট দিলরুবা বেগম কাকলী ও এডভোকেট হোসাইন আহমদ শিপন। উক্ত অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির লাইব্রেরী সম্পাদক বিকাশ রঞ্জন অধিকারী, কার্যনির্বাহী কমিটির সদস্য এ.এস.এম. গফুর, ফারুক আহমদ চৌধুরী, আক্তার উদ্দিন টিটু, সমিতির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদকসহ আইনজীবী সমিতির সহ¯্রাধিক বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের পর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের নিয়ে তিনি ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন এবং দোয়া পরিচালনা করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য মাওলানা আব্দুর রকিব এডভোকেট। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। প্রসঙ্গত, বর্তমান ৩ নং বার হলের পূর্বদিকে ৮ ডেসিমিল জায়গার উপর নির্মিতব্য ১০ তলা ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৫ লক্ষ ৬৬ হাজার টাকা। আগামী ৪ মাসের মধ্যে বেইসমেন্ট এবং প্রথম তলার নির্মাণ কাজ শেষ করতে ব্যয় হবে ১ কোটি ১০ লক্ষ টাকা। বিজ্ঞপ্তি