সিলেট নগরীর বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার সকাল থেকে সিটি করপোরেশনের ৯, ১০ ও ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সকালে মেয়র নগরীর ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা কবরস্থান, ঈদগাহ, জলাশয় ও ভরাট হয়ে যাওয়া বিভিন্ন ড্রেন পরিদর্শন করেন। এ সময় মেয়র ঘাসিটুলা এলাকাবাসীর সাথে এক বৈঠকও করেন। বৈঠকে ঘাসিটুলা এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মেয়র কবরস্থান, ঈদগাহ ও ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় মেয়র ঘাসিটুলা এলাকায় বৃক্ষরোপণের উদ্বোধন করেন।
পরে মেয়র নগরীর ৯নং ওয়ার্ডের লেক সিটি ছড়ার উপর নির্মাণাধীন গার্ডওয়ালের কাজ পরিদর্শন করেন। এ সময় স্থানিয় ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
বিকেলে সিসিক মেয়র আরিফ নগরীর ২৪ নং ওয়ার্ডের তেররতন এলাকার উপর দিয়ে প্রবাহিত ভরাট হওয়া খালের উপর কালভার্ট হাতুড়ি দিয়ে ভেঙ্গে এর উদ্বোধন করেন। এ সময় মেয়র জানান, তেররতন এলাকার এ খালটি নিচু এলাকায় অবস্থান হওয়ায় বর্ষা মৌসুমে এ খালটি ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করে। দুর্ভোগে পড়েন এ এলাকার বাসিন্দারা। ছড়াটি খনন করে একই স্থানে নির্মাণ করা হবে নতুন কালভার্ট। ফলে দুর্ভোগ লাগব হবে এ এলাকার বাসিন্দাদের। এ সময় ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সুহেল আহমদ রিপন উপস্থিত ছিলেন।
এ সময় মেয়রের সাথে ছিলেন সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, ও শামছুল হক। বিজ্ঞপ্তি