গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন নাগরিক সেবা সহজ করতে পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে ডিজিটাল ভবন নির্মাণ করা হবে। স্থানীয় পর্যায়ে নাগরিক সেবাকে আরও ত্বরান্বিত করতে আওয়ামী লীগ সরকার এ উদ্যোগ নিয়েছে। তিনি শনিবার গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের ডিজিটাল ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, থানার ওসি মো. দেলওয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. ফখরুল ইসলাম, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, উপজেলা যুব লীগের আহ্বায়ক ফারুক আহমেদ, ইউপি সচিব কামরুজ্জামানসহ সংশ্লি¬ষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যরা।
বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে ভবনটির নির্মাণ ব্যায় ধরা হয়েছে ১ কোটি ১১ লক্ষ ৮২ হাজার টাকা। বাস্তবায়নে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গোয়াইনঘাট।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পূর্ব জাফলং ইউনিয়ন যুব লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাংসদ ইমরান আহমদ।