ইসকন ভক্তদের মিলনমেলা ॥ শেষ হচ্ছে কাল, প্রতিদিন নামছে ভক্তদের ঢল

79

সিলেট নগরীর যুগলটিলা কাজলশাহস্থ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের ৬দিন ব্যাপি ইসকন ভক্ত সম্মেলন শেষ হচ্ছে আগামীকাল ২০ নভেম্বর সোমবার। গত চারদিনে নানা আয়োজনে অংশ নিয়েছেন হাজার-হাজার ভক্ত অনুরাগী। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের পদচারনায় মুখরিত হয়ে উঠছে মন্দির প্রাঙ্গণ। নামছে ভক্তদের ঢল। প্রতিদিন নানা কর্মসূচির মধ্যে দীক্ষা অনুষ্ঠান, কীর্তনমেলা ও মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। শনিবার অন্যান্য কর্মসূচির মধ্যে ইসকন সিলেটের জাগ্রত ছাত্র সমাজ পরিচালিত পরিবেশিত হয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘নিত্য আনন্দে জাগো’। রবিবার কর্মসূচির মধ্যে রয়েছে দীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্ত্তনমেলা ও মহাপ্রসাদ বিতরণ। সমাপনী দিনে সোমবার থাকছে র‌্যালি ও গুরু মহারাজের সাথে শীর্ষ শিষ্যদের সাক্ষাৎ। এদিকে প্রতিদিনই বিভিন্ন পেশা ও শ্রেণির নেতারা সম্মেলনে এসে পরিদর্শন ও সহযোগিতা করে যাচ্ছেন। ইতোমধ্যে ভারতীয় সহকারি হাইকমিশনার অনিন্দ্র ব্যানার্জি, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, ইসকন জিবিসি সদস্য ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, ইসকন মায়াপুরের সংকীর্ত্তন বিভাগের পরিচালক বেনুধারী দাস ব্রহ্মচারী, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মৎস ও প্রাণি সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব অরুন কুমার মালাকার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মানিকলাল ভৌমিকসহ অনেকেই সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন ও পরিদর্শন করেন।
ইসকন কর্তৃপক্ষ জানিয়েছেন, ভক্ত সম্মেলনের প্রধান আকর্ষণ ইসকন জিবিসি দীক্ষাগুরু, বিশ্ব পরিব্রাজকাচার্য শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ। তিনি সিলেটে অবস্থান করায় সম্মেলন ভিন্ন মাত্রা নিয়ে আসে। তিনি মন্দিরে আগমন করলে তিলধারণের ঠাই মিলেনা মন্দিরে। হাজার হাজার ভক্ত তার সান্নিধ্য পাওয়ার জন্য ভিড় করছেন। দীর্ঘ ১০ বছর পর জয়পতাকা স্বামী মহারাজ সিলেটে আগমন করায় সম্মেলন আর সাফল্য পেয়েছে বলে জানান ইসকন মন্দির সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ মহারাজ। তিনি জানান, বাংলাদেশের ইতিহাসে এ ধরণের সম্মেলন স্মরনীয় হয়ে থাকবে। বিজ্ঞপ্তি