স্টাফ রিপোর্টার :
বিয়ানীবাজার উপজেলা ৪নং শেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে দিগলবাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ৪ কিশোরকে আটক করে। যাদের সবার বয়স ১৬ বছরের নীচে। রবিবার ২৬ ডিসেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটে তাদেরকে আটক করার পর কেন্দ্রের একটি কক্ষে নিয়ে আটক করে রাখেন দায়িত্বরত প্রিসাইডিং অফিসার। এ সময় ফাহিম মিয়া (১৬) নামের এক কিশোরকে প্রিসাইডিং অফিসার তার কক্ষের টেবিলের নীচে কিশোরের মাথা রেখে শাস্তি দিতে দেখা যায়। তবে আটককৃত ফাহিম ছাড়া অন্যদের শাস্তি দিতে দেখা যায়নি। সেই সাথে তাদের পরিচয়ও জানাতে অনিহা প্রকাশ করেন দিগলবাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার শাহেদুল হক।
তিনি বলেন, জাল ভোট দিতে আসার কারণে ফাহিম মিয়া নামের এক কিশোরসহ কেন্দ্র থেকে চারজন আটক করা হয়েছে। এজন্য কিশোর ফাহিমকে বেলা ১টা পর্যন্ত টেবিলের নীচে মাথা রেখে শান্তি দেয়া হবে বলে তিনি জানান। আরও তিন কিশোরের বিষয় জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।