কথা ও কবিতা

38

শেখ লিটন সরকার
কথাকে ঘুরিয়ে দিলেই কবিতা
সোজা কথায় হয় গদ্য, গবিতা
রাতের মাঝেও চাঁদে প্রকাশিত
স্বচ্ছ দিনের শোভন-সবিতা।

শরীরের মাঝে গহনা-পোষাক
নারীকে দেখায় যতো অপরূপ
কবিতায় রূপক, উপমা-অলংকার
চিত্রকল্পের সৌন্দর্যে তদ্রƒপ।

ভাব-ভাষা, মাত্রা-ছন্দ, অনুপ্রাস
অথবা গদ্যকাব্যের শব্দ বৈচিত্র্য
আধুনিক চারু কবিতার প্রাণ-
কবির সৃষ্টি কাব্যে শিল্পিত ঘ্রাণ।