দোয়ারাবাজারে ইউপি উপ-নির্বাচন ॥ আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রত্যাখ্যান

28

ছাতক থেকে সংবাদদাতা :
দোয়ারার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থী জসিম উদ্দিন মাস্টার (তাল গাছ) ৫ হাজার ৪শ’ ৭৮ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী(টেবিল ফ্যান) মোরশেদ আলম) পেয়েছেন ৪ হাজার ৯শ’২৫ ভোট। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায়। নির্বাচনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউনিয়নের ২০হাজার ৫শ’৪১জন ভোটার ৯টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ভোটের শতকরা প্রায় ৮০ভাগ ভোট কাষ্টিং হয়েছে। কয়েকটি বাঁশতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হক নগর প্রাথমিক বিদ্যালয়, বড়খাল স্কুল এন্ড কলেজ, পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পালকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিচ্ছিন্ন জাল ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি কেন্দ্রেই মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। ৯টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী, তিনটি কেন্দ্রে বিজয়ী প্রার্থী ও একটি কেন্দ্রে আ’লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচন চলাকালে নিরাপত্তা ব্যবস্থা ছিল উল্লেখযোগ্য। পুলিশের পাশাপাশি র‌্যাব, স্ট্রাকিং ফোর্স ও মোবাইল কোর্ট প্রতিটি কেন্দ্র পরিদর্শন করতে দেখা গেছে। এদিকে বিএনপি দলীয়  প্রার্থী মুর্শেদ আলমের স্ত্রী জুবলী আক্তার মোরশেদ ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে জানান, নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক জাল ভোট ও কারচুপির মাধ্যমে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার কারাবন্দী স্বামীর নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। বিজয়ী প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক জসিম উদ্দিন মাষ্টার তাকে নির্বাচিত করার জন্য ইউনিয়নবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেছে। তিনি নির্বাচন সম্পন্ন করতে আইনশৃংখলা বাহিনী, প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচন কমিশনসহ তার নির্বাচন পরিচালনায় দায়িত্বে থাকা কর্মী-সমর্থক ও ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এ মহান দায়িত্ব পালনে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি। উল্লেখ্য, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহানের অকাল মৃত্যুতে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।