মহিলা দলের মিছিল সমাবেশ ॥ নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখতেই খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা

49

DSC_4335ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদ ও হরতালের সমর্থনে সিলেট মহানগর মহিলাদলের উদ্যোগে নগরীতে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২এপ্রিল বুধবার দুপুর ১২টায় মিছিলটি নয়াসড়ক থেকে শুরু করে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে মহিলাদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট মহানগর মহিলাদলের সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর এডভোকেট রোকশানা বেগম শাহনাজের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলাদলে সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সহ সভানেত্রী জাহানারা ইয়াসমিন, পাপিয়া বেগম, যুগ্ম সম্পাদক ফাতেমা জামান রোজী, সাংগঠনিক সম্পাদক মিনারা হোসেন, যুগ্ম সম্পাদক শাফিয়া খাতুন মনি ও শাহনাজ বেগম মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক রেহেনা ফারুক শিরিন, তানিয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা সরকারের স্পষ্ট মদদে হয়েছে তা এখন পরিষ্কার। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে বিগত ৫জানুয়ারীর নির্বচনের পুনরাবৃত্তি করতেই পরিকল্পিত ভাবে এই হামলা করছে বর্তমান সরকার। গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী বিএনপি জনগণকে সাথে নিয়ে ভোটের মাধ্যমে এর জবাব দেবে। আওয়ামীলীগ সরকার যে ভোটের রাজনীতি বিশ্বাস করেনা তা এই সন্ত্রাসী হামলার ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ করল। হামলার নিন্দা জানিয়ে বক্তারা এর দৃষ্টান্তমূলক শাস্তির ও এ ধরনের ন্যাক্কারজনক হামলা থেকে সরকারকে বিরত থাকার আহবান করেন। বিজ্ঞপ্তি