সিলেটে তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০১৭ এর সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে সিলেট বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে চার মাস ব্যাপী তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কার্যক্রম ২০১৬-১৭ এর আওতায় ফুটবল বিভাগের ২৪ জন প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।
বিকেএসপি উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) পরিতোষ দেওয়ান এর সভাপতিত্বে ও শিক্ষক মো. নজরুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম। বিজ্ঞপ্তি