মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ ॥ সরকারের অবৈধ গদি রক্ষার ব্যস্ততাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি

56

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, বাকশালী সরকার নিজেদের অবৈধ ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করতেই জনগণের উপর জুলুম নিপীড়ন চালাচ্ছে। দেশ পরিচালনায় তারা সর্বাত্মকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের দুঃশাসনে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। চাল, ডাল, আটা, তেল, তরি-তরকারী, মাছ, গোশত, পিঁয়াজ, রসূনসহ সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিতে জনজীবন আজ দুর্বিষহ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সীমিত আয়ের নিম্নবিত্ত সাধারণ জনগণ ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের নাভিশ্বাস উঠেছে। জনজীবনে চরম অস্বস্থি বিরাজ করছে। সীমিত আয়ের একজন চাকরিজীবী বর্তমানে প্রতিমাসে যে বেতন পান তাতে তাদের ১৫/২০ দিনের বেশি চলে না। বাকী দিনগুলো বাকীতে দ্রব্য সামগ্রী ক্রয় করে কিংবা ধার করে সংসার চালাতে হয়। কিন্তু সরকার সেদিকেই নজরই দিচ্ছেনা। তারা অবৈধভাবে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে বিভোর হয়ে আছে। অবৈধ সরকারে পতন ছাড়া জনগণের মুক্তির কোন পথ খোলা নেই।
গতকাল সোমবার জামায়াত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অসহনীয় ঊর্ধ্বগতির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে সিলেট মহানগর জামায়াত। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, আব্দুল্লাহ আল মুনিম, হাফিজ মশাহিদ আহমদ, মু. আজিজুল ইসলাম, চৌধুরী আব্দুল বাছিত নাহির, শাহেদ আলী ও ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি