মানববন্ধনে বক্তারা ॥ সাংবাদিক পীর হাবিবকে নিয়ে অপপ্রচারকারীদের শাস্তি দাবি

19
দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র নির্বাহী সম্পাদক ও দেশবরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সিলেটে সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন।

বাংলাদেশ প্রতিদিন’র নির্বাহী সম্পাদক, দেশবরেণ্য সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংবাদিক সমাজ সিলেটের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পীর হাবিবুর রহমান একজন প্রগতিশীল মানুষ, স্পষ্টবাদী বক্তা ও মেধাবী সাংবাদিক। তার ক্ষুরধার লেখনীতে ফুটে উঠে মিথ্যার আড়ালে ঢাকা পড়া সত্য। বেরিয়ে আসে দুর্নীতিবাজদের থলের বিড়াল। টিভি টকশোতে তার ঝাঁঝালো বক্তব্যে উন্মোচিত হয় মুখোশধারীদের আসল চেহারা। তিনি সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন দেখেই একটি মহল তাকে সহ্য করতে পারছে না। মিথ্যাচারের মাধ্যমে তারা এখন উঠেপড়ে লেগেছে প্রথিতযশা এই সাংবাদিকের চরিত্রহননে।
বক্তারা বলেন, পীর হাবিব সিলেট বিভাগের কৃতিসন্তান। তাকে নিয়ে সিলেটের সুধীসমাজ গর্ব করে। তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ এবং এর সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা না হলে সিলেট থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সিলেটের সকল পেশাজীবীদের নিয়ে সাংবাদিকরা মাঠে নামবে।
প্রেসক্লাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল, সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাফুফের কার্যনির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনীর, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন, ইউএনবির সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক একাত্তরের কথার নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, প্রথম আলোর ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা’র সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, দৈনিক সিলেট মিররের যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, দৈনিক শুভপ্রতিদিনের বার্তার সম্পাদক ছামির মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমরান আহমদ, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, দৈনিক একাত্তরের কথার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমদ, ক্যামেরাপার্সন আনিস ইসলাম, দৈনিক একাত্তরের কথার মফস্বল সম্পাদক আনন্দ সরকার, সিলেট ভয়েসর সম্পাদক সৈয়দ রাসেল, দৈনিক উত্তরপূর্বের সিনিয়র রিপোর্টার সজল ঘোষ, দৈনিক সিলেট মিররের স্টাফ রিপোর্টার মাই¯œাম রাজেশ, মহানগর আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক তপন মিত্র, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ওলিউর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজমল খান, ইয়াহইয়া মারুফ, সিলেট বেতারের সংবাদদাতা শফিকুর রহমান চৌধুরী, দৈনিক আমাদের নতুন সময়র ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, এডভোকেট আবদুল মুকিত অপি, এডভোকেট খালেদ চৌধুরী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি মনোজ কপালী মিন্টু, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক নাঈম মো. শহীদ তালুকদার, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম. আবদুল কাদির, সাংবাদিক সুব্রত দাস, মঞ্জুর হোসেন খান, অমিতা সিনহা, আবদুল আহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি